ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আশা করছি, এ বছরই মেট্রোরেল চালু হবে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
আশা করছি, এ বছরই মেট্রোরেল চালু হবে ইতো নাওকি

ঢাকা: চলতি বছর ঢাকার মেট্রোরেল (এমআরটি-৬) চালু হবে বলে আশা প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) নববর্ষ উপলক্ষে এক ভিডিও শুভেচ্ছা বার্তায় তিনি এ আশা প্রকাশ করেন।

ভিডিও বার্তায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, বিগত বছরটি ছিল করোনা মহামারির বছর। তবে মহামারির বছরেও বাংলাদেশ-জাপান একযোগে কাজ করেছে। গত বছর জাপান-বাংলাদেশ তিন দশমিক দুই বিলিয়ন ডলারের ওডিএ প্যাকেজ চুক্তি সই করেছে। করোনার মধ্যেও জাপান বাংলাদেশে এমআরটি, বিমানবন্দর থার্ড টার্মিনাল, মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্প অব্যাহত রেখেছে।

তিনি বলেন, চলতি বছর জুলাইয়ে জাপান অলিম্পিক গেমের আয়োজন করবে। আমি আশা করবো বাংলাদেশ এতে অংশ নেবে। একইসঙ্গে অলিম্পিকে প্রথমবারের মতো পদক নিয়ে আসবে। ২০২১ সালে বাংলাদেশ-জাপান একযোগে কাজ করবে বলেও জানান রাষ্ট্রদূত।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।