ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সোনাগাজীতে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
সোনাগাজীতে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ উদ্বোধন

ফেনী: নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে ফেনীর সোনাগাজী আলহেলাল একাডেমিতে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার’ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শামছুল হকের সভিপতিত্বে ও সিনিয়র শিক্ষক সেলিম আল দীনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাগাজী পৌরসভার মেয়র, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন।

বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর ইমাম উদ্দিন ভূঞা, শেখ মামুন, মো.ইয়াছিন, চরচান্দিয়া ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওমর ফারুক, সহকারী প্রধান শিক্ষক মো. আবদুল হক ও আল হেলাল সোসাইটির সাধারণ সম্পাদক মো. মহসিন ভূঞা।

আরও বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক ইঞ্জিনিয়ার ফখর উদ্দিন, মোহাম্মদ হানিফ ও সাংবাদিক শেখ আবদুল হান্নান প্রমুখ। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানাতে একাডেমিক ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ কর্নার স্থাপন করা হয়।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০ 
এসএইচডি/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।