ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সেচে কম পানি লাগে এমন ধান উদ্ভাবনের সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
সেচে কম পানি লাগে এমন ধান উদ্ভাবনের সুপারিশ

ঢাকা: ভূগর্ভস্থ পানির কম ব্যবহার ও উৎপাদন সময় কম প্রয়োজন হয়— ধানের এমন উন্নত জাত উদ্ভাবনের পরিকল্পনা করতে কৃষি মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে একাদশ জাতীয় সংসদের কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৪তম বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মতিয়া চৌধুরীর সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, মো. মোসলেম উদ্দিন, মো. মামুনুর রশীদ কিরণ, আনোয়ারুল আবেদীন খান এবং হোসনে আরা অংশ নেন।

বৈঠকে কৃষি মন্ত্রণালয়ের বাজেট, এডিপি, কৃষি উপকরণ সহায়তা, সামাজিক প্রণোদনা কর্মসূচি, পুষ্টি উন্নয়ন, পারিবারিক পুষ্টি বাগান, কৃষিতে তথ্য প্রযুক্তির প্রসার, কোভিড-১৯ মোকাবিলায় কৃষি মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপ, প্রণোদনামূলক কার্যক্রম এবং রেয়াতি সুদে ব্যাংক ঋণ দেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।

এছাড়া পারিবারিক পুষ্টি বাগান প্রকল্পসহ অন্যান্য উন্নয়ন নির্ভর প্রকল্পসমূহ বাস্তবায়নে জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বৈঠকে সুপারিশ করা হয়। পাশাপাশি আগামী বৈঠকে সিডস্টোর বিষয়ক যাবতীয় তথ্য কমিটির কাছে দিতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

বৈঠকে ভূগর্ভস্থ পানির কম ব্যবহার ও উৎপাদন সময় কম প্রয়োজন হয়— এমন উন্নত জাত উদ্ভাবন এবং সঠিক সময়ে বোরোর সেচ দেওয়ার পরিকল্পনা নিতে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়।

কৃষি মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এসকে/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।