ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আড়াইহাজারে দুই ইটভাটায় অভিযান, জরিমানা ৩ লাখ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
আড়াইহাজারে দুই ইটভাটায় অভিযান, জরিমানা ৩ লাখ

নারায়ণগঞ্জ: কৃষি জমি থেকে মাটিকাটার অভিযোগে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় শফিকুল ও বশির গংদের ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে মনির গংদের ইটভাটার কোনো কাগজপত্র না থাকায় ভেঙে গুড়িয়ে দেওয়া হয় এবং ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল হোসেন।

স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন ইটভাটায় কৃষিজমি থেকে কেটে মাটি এনে দেয় কালাপাহাড়িয়ার স্থানীয় জরিপের ছেলে কবির ও করিমের ছেলে সিরাজ। তাদের বিরুদ্ধে কেউ কথা বলতে গেলেই দলবল নিয়ে কৃষকসহ স্থানীয়দের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও হুমকি ধমকি দেন। তাদের ভয়ে স্থানীয়রা কেউ মুখ খুলতে সাহস পান না।

ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে কৃষিজমি থেকে মাটি আনার অভিযোগে একটি ইটভাটাকে ৩ লাখ টাকা অর্থদণ্ড এবং আরেকটি ইটভাটার কাগজপত্র না থাকায় সেটি ভেঙে গুড়িয়ে দিয়ে বন্ধ করে দেওয়ার পাশাপাশি ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।