ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভৈরবে ৮ কেজি গাঁজা আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
ভৈরবে ৮ কেজি গাঁজা আটক ২ আটক দুইজন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ৮ কেজি গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে র‌্যাব-১৪, সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এ তথ্য জানান।

 

আটকরা হলেন- বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার এলাকার মো. মিজানুর রহমানের ছেলে মো. তাওহিদুল ইসলাম রুবেল (৩৩) ও কুমিল্লার চান্দিনা উপজেলার শ্রী-রামপুর এলাকার আব্দুল মতিনের ছেলে মো. সাইফুল ইসলাম (২৭)।   

রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব উপজেলার নাটালের মোড় এলাকা থেকে একটি প্রাইভেটকারসহ ওই দুই মাদকবিক্রেতাকে আটক করা হয়। পরে তল্লাশি করে তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা ও নগদ ১৪শ’ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় আটক দু’জনের নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।