ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পল্লবীতে ৭ মাদক বিক্রেতা আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৬ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
পল্লবীতে ৭ মাদক বিক্রেতা আটক

ঢাকা: রাজধানীর পল্লবী এলাকায় অভিযান চালিয়ে সাত মাদক বিক্রতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)।

আটকরা হলেন- আসাদুল শেখ (৩৩), মোরশেদ আলম (৩৮), হেলাল উদ্দিন (২৭), রায়হান (৩০), হাসিবুল হোসাইন (৩৬), হুমায়ুন কবির (৪৮) ও আল-আমিন (২৫)।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে র‍্যাব-৪ এর সহকারী পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) জিয়াউর রহমান চৌধুরী বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

এএসপি জিয়াউর জানান, গোপন তথ্যের ভিত্তিতে ভোর সাড়ে ৫ টায় র‌্যাব-৪ এর একটি দল রাজধানীর পল্লবী থানার মিরপুর-১২ এলাকায় অভিযান চালায়। অভিযানে ১৩১ বোতল বিদেশি মদ, ২৮৬ ক্যান বিদেশি মদ এবং ৯৫ ক্যান বিয়ার এবং সাতটি মোবাইলসহ সাত মাদক বিক্রেতাকে আটক করা হয়।

তিনি জানান, আটক আসামিরা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রি করে আসছিলো। আসামিদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলেও জানান এএসপি জিয়াউর।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এমএমআই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।