ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

জলের গ্রামে দরিদ্রদের কম্বল দিল র‌্যাব

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০০ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২১
জলের গ্রামে দরিদ্রদের কম্বল দিল র‌্যাব

মৌলভীবাজার: মুজিববর্ষ উপলক্ষে র‌্যাব সেবা সপ্তাহে মৌলভীবাজারের রাজনগর উপজেলার কাউয়াদীঘি হাওরবেষ্টিত জলের গ্রাম অন্তেহরিতে হতদরিদ্র মানুষদের কম্বল দিল র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে রাজনগর উপজেলার অন্তেহরি আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে দুইশত দরিদ্র পরিবারকে শীত নিবারণের জন্য কম্বল বিতরণ করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন র‌্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের সহকারী কমান্ডার আফসান আল আলম, প্রেসক্লাব সাধারণ সম্পাদক পান্না দত্ত, প্রধান শিক্ষক পিযূষ চন্দ্র দাশ, ইউপি সদস্য অমর দাশসহ র‌্যাবের সদস্যরা।

র‌্যাব সেবা সপ্তাহে শ্রীমঙ্গল ক্যাম্প দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ, এতিম শিশুদের খাবার বিতরণ, বৃক্ষরোপণ, দরিদ্র শিক্ষার্থীদের সহযোগিতাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ সময়: ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২১
বিবিবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।