ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় কৃষিজমিতে পুকুর খনন, তিনজনের জেল-জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২১
বগুড়ায় কৃষিজমিতে পুকুর খনন, তিনজনের জেল-জরিমানা

বগুড়া: ভূমি সংরক্ষণ আইন উপেক্ষা করে বগুড়ার আদমদীঘি উপজেলায় আবাদি জমিতে পুকুর খনন করার অপরাধে আব্দুল হান্নান, হারুনুর রশিদ ও আব্দুল হাই নামে তিনজনকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

তাদের মধ্যে আব্দুল হান্নানকে ৫০ হাজার টাকা জরিমানা এবং হারুনুর রশিদকে ৭ দিনের ও ভেকু চালক আব্দুল হাইকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

এছাড়া ৪টি ভেকু মেশিন জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দিনব্যাপী উপজেলার কাশিমালা গ্রামের মাঠসহ আশেপাশের কয়েকটি এলাকায় এ অভিযান পরিচালনা করে এ জেল-জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সীমা শারমিন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলা সদরের কাশিমালা, জোড়পুকুরিয়া, চাঁপাপুর, কুন্দগ্রাম, নসরতপুরের বরবরিয়া, চাটখইর, ছাতিয়ানগ্রাম, সান্তাহারসহ বেশ কয়েকটি গ্রামে সরকারি ভূমি সংরক্ষণ আইনকে উপেক্ষা করে একশ্রেণির জমির মালিক বেশি লাভের আশায় মাঠে ধানি বা ফসলি জমিতে ভেকু মেশিন লাগিয়ে গভীরভাবে মাটি কেটে অবাধে পুকুর খননের কাজ করে আসছিল। বৃহস্পতিবার দুপুরে গোপন তথ্যের ভিক্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট সীমা শারমিন এসব এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে তিনজনকে জেল ও জরিমানাসহ ভেকু মেশিন জব্দ করেন।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০
কেইউএ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।