ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

দৌলতপুরে চরবাসীকে কম্বল দিল বসুন্ধরা গ্রুপ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২১
দৌলতপুরে চরবাসীকে কম্বল দিল বসুন্ধরা গ্রুপ

মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার চরাঞ্চলের দুই ইউনিয়নের ৩০০ পরিবারকে কম্বল উপহার দিয়েছে দেশের শীর্ষ স্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ।

শুক্রবার (৮ জানুয়ারি) দুপুরে দৌলতপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে অসহায় দুস্থ মানুষের মধ্যে এসব কম্বল তুলে দেন জেলা প্রশাসক এসএম ফেরদৌস।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আওলাদ হোসেন, দৌলতপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহামেদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম রাজা, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।