ঢাকা, বুধবার, ১৮ পৌষ ১৪৩১, ০১ জানুয়ারি ২০২৫, ০০ রজব ১৪৪৬

জাতীয়

দাগনভূঞায় শিশুকে বলৎকারের অভিযোগে যুবক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২১
দাগনভূঞায় শিশুকে বলৎকারের অভিযোগে যুবক গ্রেফতার ...

ফেনী: ফেনীর দাগনভূঞায় প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রকে বলৎকারের ঘটনায় আবদুল করিম হৃদয় (২২) নামের এক বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (০৮ জানুয়ারি) সকালে তাকে উপজেলার মোমারিজপুর গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার যুবক উপজেলার মাতুভূঞা ইউপির মোমারিজপুর গ্রামের হাসান আলী মেস্ত্রী বাড়ীর নুর নবীর ছেলে।

এ ঘটনায় বৃহস্পতিবার শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দাগনভূঞা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে মোমারিজপুর গ্রাম থেকে আসামিকে গ্রেফতার করে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, আসামিকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২১
এসএইচডি/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।