ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

এ কঠিন সময়ে যারা সমর্থন জানিয়েছেন তাদের ধন্যবাদ: মিলার

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
এ কঠিন সময়ে যারা সমর্থন জানিয়েছেন তাদের ধন্যবাদ: মিলার ...

ঢাকা: ওয়াশিংটন ডিসির ‘ক্যাপিটল হিলে’ হামলার ঘটনায় বাংলাদেশ থেকে যারা যুক্তরাষ্ট্রের সমর্থনে বার্তা পাঠিয়েছেন তাদের ধন্যবাদ দিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার।

তিনি বলেন, যারা এই কঠিন সময়ে আমাদের সমর্থনের বার্তা পাঠিয়েছেন, আমি সেসব বাংলাদেশের নাগরিককে ধন্যবাদ জানাই।

আপনাদের বন্ধুত্ব, অংশীদারিত্ব এবং গণতন্ত্রের জন্য অঙ্গীকারের জন্য আপনাদের ধন্যবাদ।

‘ওয়াশিংটন ডিসির নিন্দনীয় ঘটনা সত্ত্বেও যুক্তরাষ্ট্র কংগ্রেস তার সাংবিধানিক দায়িত্ব অনুযায়ী জোসেফ আর বাইডেনকে প্রেসিডেন্ট ও কমলা ডি হ্যারিসকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে অনুমোদন দিয়েছে। ২০ জানুয়ারি তাদের অফিসে শপথ অনুষ্ঠিত হবে। তবে যারা আমাদের গণতন্ত্রের বিরুদ্ধে সহিংস ও অপরাধমূলক কার্যক্রম চালিয়েছে তাদের গ্রেপ্তার করা হচ্ছে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ’

শনিবার (০৯ জানুয়ারি) বিকেল ৪টায় ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে দেওয়া এক বার্তায় মিলার এসব কথা বলেন।  

তিনি বলেন, প্রতিটি গণতান্ত্রিক জাতির গল্প হলো সংগ্রাম, অসম্পূর্ণতা ও চলমান আদর্শ প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন। গণতন্ত্র পরীক্ষা হয়। মাঝে মাঝে আমরা হোঁচট খাই। একই সাথে প্রতিশ্রুতিবদ্ধ নাগরিক হিসেবে কাজের মধ্য দিয়ে আমরা আবার ফিরে আসি, সর্বদা আমাদের যে নীতিগুলো লালন করি সেগুলো অনুসরণ করার চেষ্টা করি।

‘আমেরিকাতেই আবার আমরা সেটা করি। জাতি হিসেবে একে অপরকে শ্রদ্ধা ও ন্যায়বিচারের সঙ্গে অগ্রযাত্রার পথে এগিয়ে যাওয়ার প্রত্যাশা করি। ’

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১
টিআর/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।