ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
বগুড়ায় দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১১

বগুড়া: পৌরসভা নির্বাচনকে ঘিরে বগুড়ার গাবতলীতে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের কমপক্ষে ১১ জন আহত হয়েছেন।

শুক্রবার (০৮ জানুয়ারি) দিবাগত রাতে পৌর এলাকার ৭নং ওয়ার্ডের তরফমেরু গ্রামে এ ঘটনা ঘটে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, গাবতলী পৌরসভা নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে শুক্রবার রাতে ৭নং ওয়ার্ডের তরফমেরু গ্রামে প্রথমে কাউন্সিলর প্রার্থী সোহেল রানার সমর্থক ইমরান হোসেন ও আবু তাহেরকে প্রতিপক্ষ প্রার্থী গোলাম রব্বানীর সমর্থকরা মারপিট করেন। এমন খবর ছড়িয়ে পড়লে সোহেল রানার (বর্তমান কাউন্সিলর) সমর্থকরা কাউন্সিলর প্রার্থী রতনের (জাতীয় পার্টি) সমর্থকদের মারপিট করেন।

আহতরা হলেন- আ. জোব্বার, রেজয়ানুল হক মানিক, আবুল হোসেন সোনার, লুৎফর রহমান ও রাসেল পাইকার। এরা গাবতলী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এরই জের ধরে শনিবার (০৯ জানুয়ারি) সকাল ৮টার দিকে সোহেল রানার সমর্থকেরা জাহিদুল, জিহাদ, রব্বানী এবং বিকেলে জহুরুল ও ফরিদকে মারধর করেন।

গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, ওই এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। দুই প্রার্থীকেই ডাকা হয়েছে। রোববার (১০ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া এখন পর্যন্ত কোনো পক্ষই লিখিত অভিযোগ করেনি।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
কেইউএ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।