ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় ইয়াবাসহ ১১মামলার আসামি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১২ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২১
মাগুরায় ইয়াবাসহ ১১মামলার আসামি আটক

মাগুরা: মাগুরায় হত্যা, ডাকাতি ও মাদকসহ ১১মামলার  আসামি  ইয়াবাসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তার নাম মো. জুযেল বিশ্বাস(৪৫)।

 আজ শনিবার (৯ জানুয়ারি) রাতে সদর থানার কেষ্টপুর এলাকা থেকে জুয়েল  ও তার দুই সহযোগীকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০৫০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়।

 সিনিয়র সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) আবির সিদ্দিকী শুভ্র জানান, ডিবি পুলিশের হাতে আটক মো. জুয়েল বিশ্বাস (৪৫) মাগুরা সদরের বেল নগরের মো. মোসলেম বিশ্বাসের ছেলে।

তার (জুযেল)  বিরুদ্ধে মাগুরা সদর, শ্রীপুর থানা এবং ফরিদপুর জেলার মধুখালী থানায় অস্ত্র, ডাকাতি, অপহরণ, চাঁদাবাজি, হত্যা, মাদক, দস্যুতাসহ বিভিন্ন অপরাধের মোট ১১টি মামলা রয়েছে।

পুলিশের হাতে আটক জুয়েলের দুই সহযোগী হচ্ছেন জেলার শ্রীপুর উপজেলার মালাইনগরের -মো. শহিদুল ইসলামের ছেলে  মো. আকিদুল ইসলাম (২০) ও সদর উপজেলার আড়পাড়ার মো  রসুল মোল্লার ছেলে মো. রাজিব মোল্লা (৩২)।  

তিনি আরও জানান, পুলিশ জানতে পারে, জুয়েল ও তার সহযোগীরা ওই এলাকায় অবস্থান করছেন। ওই তথ্যের ভিত্তিতে কেস্টপুর এলাকায় অভিযান চালিয়ে জুয়েল ও তার দুই সহযোগীসহ তিনজকে আটক করা হয়। পুলিশ এসময় একটি মোটরসাইকেল জব্দ করে।

এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২৩১১ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২১ 
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।