ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

রোগী নামিয়ে ফেরার পথে লাশ হলেন অ্যাম্বুলেন্স চালক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৮ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
রোগী নামিয়ে ফেরার পথে লাশ হলেন অ্যাম্বুলেন্স চালক

যশোর : যশোর শহরের বেসরকারি হাসপাতালের একটি অ্যাম্বুলেন্স ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে মামুন হোসেন মানিক (৪০) অ্যাম্বুলেন্স চালক নিহত হয়েছেন।
 
শনিবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের সদর উপজেলার নতুন হাট কলেজের সামনে এ ঘটনা ঘটে।

নিহত মামুন যশোর শহরের মুড়লি এলাকার আব্দুল মজিদের ছেলে ও শহরের কুইন্স হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক হিসেবে কর্মরত ছিলেন।

কুইন্স হাসপাতালের অফিস সহকারি রবিউল ইসলাম রিংকু বাংলানিউজকে বলেন, শনিবার সন্ধ্যার দিকে বেলাপোলে রোগী নামিয়ে খালি অ্যাম্বুলেন্স নিয়ে যশোরে ফিরছিল মামুন। পথে নতুন হাট কলেজের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি রডের ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের নিলে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের নিলে জরুরি বিভাগের চিকিৎসক ডা. অমিয় দাস বাংলানিউজকে বলেন, হাসপাতালে আনার পথে মামুনের মৃত্যু হয়। মৃতদেহের ময়না তদন্তর জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

যশোর কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলানিউজকে বলেন, ঘাতক ট্রাক ও চালককে আটকের ব্যাপারে অভিযান অব্যহত রয়েছে।

বাংলাদেশ সময় ০১৫৭ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
ইউজি/ ডিএন/এসআইএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।