ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

চিতলমারীতে ৫৫০ পিস ইয়াবাসহ বিক্রেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
চিতলমারীতে ৫৫০ পিস ইয়াবাসহ বিক্রেতা আটক আটক সোহেল মোল্লা

বাগেরহাট: বাগেরহাটের চিতলমারী উপজেলায় ৫৫০ পিস ইয়াবাসহ সোহেল মোল্লা (২২) নামে এক মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিনের (র‌্যাব) সদস্যরা।  
রোববার (১০ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মাহবুব আলম।

আটক সোহেল পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার পশ্চিম বানিয়ারী এলাকার মো. ইউনুস মোল্লার ছেলে।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে শনিবার (০৯ জানুয়ারি) দিনগত রাতে চিতলমারীর কালীগঞ্জ বাজারের গোলচত্বর এলাকা থেকে ৫৫০ পিস ইয়াবাসহ সোহেল মোল্লাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরপূর্বক চিতলমারী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।