ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

শিবালয়ে শীতার্তদের মধ্যে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
শিবালয়ে শীতার্তদের মধ্যে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ শীতার্তদের মধ্যে ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ

মানিকগঞ্জ: বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে মানিকগঞ্জের শিবালয়ে দুস্থ ও অসহায় শীতার্তদের মানুষের মধ্যে ত্রাণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।  

রোববার (১০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সদর উদ্দিন ডিগ্রি কলেজ প্রাঙ্গণে সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এসব বিতরণ করা হয়।

এ সময় ৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, বিগ্রেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা, কমান্ডার ৭১ মেকানাইজড ব্রিগেড, লেফটেন্যান্ট কর্নেল মো. ওয়াদুদ উল্লাহ চৌধুরী, অধিনায়ক ১৫ ইস্ট বেংগল রেজিমেন্ট (মেকানাইজড), জেলা প্রশাসক (ডিসি) এসএম ফেরদৌস, পুলিশ সুপার (এসপি) রিফাত রহমান শামীম, প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রায় ৩০০ দুস্থ মানুষের মধ্যে চাল, ডাল, তেলসহ বিভিন্ন খাদ্যসামগ্রী ও শীতবস্ত্র বিতরণ করা হয়। সেইসঙ্গে অসুস্থ ব্যক্তিদের মধ্যে বিনামূল্যে স্বাস্থ্য সেবাও দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।