ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

কাঁঠালিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
কাঁঠালিয়ায় যুবককে কুপিয়ে হত্যা

ঝালকাঠি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার উত্তর বলতলা গ্রামে বাড়ি থেকে ডেকে নিয়ে রুবেল খান (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

নিহত রুবেল ওই গ্রামের মৃত আব্দুল বারেক খানের ছেলে।

রোববার (১০ জানুয়ারি) সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।

এর আগে শনিবার (৯ জানুয়ারি) দিনগত মধ্যরাতে পার্শ্ববর্তী বাবুল হাওলাদার ঘরের একটি কক্ষ থেকে রুবেলের ক্ষতবিক্ষত রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মা লুৎফন্নার বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

বিষয়টি নিশ্চিত করে কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, রুবেলকে শনিবার রাতে বাবুল নামে এক ব্যাক্তি মোবাইল ফেনে ডেকে নিয়ে য়ায়। পরে বাবুলের ঘর থেকে রক্তাক্ত অবস্থায় রুবেলের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর বাবুল পলাতক রয়েছে।

নিহত রুবেলের স্ত্রী রুবী আক্তার জানান, বাবুল হাওলাদার রুবেলকে ফোন দিয়ে তার বাড়িতে ডেকে নেয়। পরে রাত ১০টার দিকে লোক মারফত জানতে পারি রুবেলকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমি ও আমার আত্মীয়স্বজন বাবুলের বাড়িতে গিয়ে ঘরের একটি কক্ষে কম্বল দিয়ে ঢেকে রাখা অবস্থায় রুবেলের মরদেহ দেখতে পাই।

গত ৭ বছর আগে রুবেলের বাবা আব্দুল বারেক খান এবং তারও আগে তার ভাই রাসেল খান দুর্বৃত্তদের হাতে খুন হন।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি‌ ১০, ২০২১
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।