ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

পাঁচবিবিতে কিশোরের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
পাঁচবিবিতে কিশোরের মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পশ্চিম রাম চন্দ্রপুর গ্রামের একটি বাঁশ ঝাঁড় থেকে সনাতন চন্দ্র বর্মন (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

পরিবারের দাবি মোবাইল ফোনের মাধ্যমে বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

এ হত্যাকাণ্ডের সঙ্গে  জড়িতদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী।  

স্থানীয়রা জানায়, জন্মের পর থেকেই সনাতন নানা-নানির বাড়ি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা খোর্দা গ্রামে বেড়ে ওঠে। দরিদ্র পরিবার হওয়ায় নানা নিমাই চন্দ্র ও নানি ললিতার সংসারে অর্থ যোগান দিতে ট্রাক্টরের শ্রমিক হিসেবে মাঝে মধ্যে কাজে যেত সনাতন। শনিবার রাত ৮টার দিকে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয় সনাতন। কিন্তু রাত গভীর হলেও ফিরে না আসায় নানা-নানি সারা রাত অনেক খোঁজাখুজি করে। পরের দিন রোববার বেলা ১১টার দিকে পার্শ্ববর্তী পশ্চিম রাম চন্দ্রপুর গ্রামের একটি বাঁশ ঝাঁড়ে সনাতনের মরদেহ পড়ে আছে খবর পায়।  

স্থানীয় বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে যারাই জড়িত থাকুক, দ্রুত তাদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দাবি করছি।  

জয়পুরহাটের সহকারী পুলিশ সুপার ইশতিয়াক আলম জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে। আসামিদের গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করা হবে।

সানতন চন্দ্র বর্মনের বাবার বাড়ি দিনাজপুরের হাকিমপুর উপজেলার কাকড়া পালী গ্রামে। তার বাবার নাম নবদ্বীপ।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।