ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

ধামইরহাটে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
ধামইরহাটে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১ আটক ব্যক্তি

নওগাঁ: নওগাঁর ধামইরহাটে এক গৃহবধূকে (৩২) ধর্ষণচেষ্টার অভিযোগে বাদল হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।  

রোববার (১০ জানুয়ারি) দুপুরে তাকে আটক করা হয়।

আটক বাদল হোসেন উপজেলার জগদল গ্রামের বেলাল হোসেনের ছেলে।  

পুলিশ জানায়, গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ধামইরহাট ইউনিয়নের জগদল (ঘোনা পাড়া) নামক এলাকার এক গৃহবধূ বাড়ির পাশের একটি মুদি দোকানে প্রয়োজনীয় জিনিস কিনতে যান। এ সুযোগে বাদল হোসেন ওই গৃহবধূর বাড়িতে প্রবেশ করেন। পরে গৃহবধূ বাড়িতে প্রবেশ করলে একটি রুমের মধ্যে একা পেয়ে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় তিনি চিৎকার করলে তার স্বামী ও স্থানীয়রা এগিয়ে এলে আসামি পালিয়ে যায়।  

ধামইরহাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল মোন্নাফ জানান, ঘটনার দিন রাতে গৃহবধূ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে আসামিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।