ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

কালের কণ্ঠের একযুগ পূর্তি উপলক্ষে পটুয়াখালীতে উপহার বিতরণ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
কালের কণ্ঠের একযুগ পূর্তি উপলক্ষে পটুয়াখালীতে উপহার বিতরণ 

পটুয়াখালী: জনপ্রিয় জাতীয় দৈনিক কালের কণ্ঠের একযুগ পূর্তি উপলক্ষে পটুয়াখালীতে শুভসংঘের উদ্যোগে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

রোববার (১০ জানুয়ারি) বিকেলে পটুয়াখালী জেলা শহরের পুরাতন পাবলিক লাইব্রেরির সামনেসহ কয়েকটি স্থানে বিনামূল্যে মাস্ক বিতরণ ও একজন বিধবা নারীকে শাড়ি ও জায়নামাজ দেওয়া হয়।

পটুয়াখালী শুভসংঘের সভাপতি রাশিদুল ইসলাম রাশের নেতৃত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সালাহউদ্দিন বাবু, সদস্য তাসনিম বিনতে মনির, রায়হান আহমেদ, আবু আফফান, সৈয়দ ইমন হোসেন, ইমরান সালেহীন, সাওম ও চাঁদনী আক্তার প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।