ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

জুড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
জুড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১ নিহত হোসাইন আহমদ

মৌলভীবাজার: মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হোসাইন আহমদ (২১) নামে যুবক নিহত হয়েছেন।

রোববার (১০ জানুয়ারি) দুপুরে লাঠিটিলা রোডের জুড়ী কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

হোসাইন উপজেলার হাসনাবাদ এলাকার মৃত মোক্তাদির আলী চেরাগের ছেলে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, জুড়ী কলেজ মাঠে ক্রিকেট টুর্নামেন্ট চলছিল। সেখান থেকে খেলা শেষে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর স্থানীয়রা হোসাইনকে জুড়ী ৫০ শয্যা হাসপাতালে পাঠালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জুড়ী থানর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী জানান, ঘটনার পর ঘাতক পিকআপ ভ্যানটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
বিবিবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।