ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ-তরুণী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২১
টাঙ্গাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় তরুণ-তরুণী নিহত

টাঙ্গাইল: টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলআরোহী দুই তরুণ-তরুণী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন মোটরসাইকেলের চালক মো. আশরাফ আলী (২৩)।

 

রোববার (১০ জানুয়ারি) বিকেলে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রান্তের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ভাবলা মধ্যপাড়ার জামাল সরকারের ছেলে শরীফ সরকার (২৩) এবং কচুটি গ্রামের আব্দুস সামাদের মেয়ে সাবিনা (২৪)। আহত আশরাফ ভাবলা গ্রামের জয়েন উদ্দিনের ছেলে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম বাংলানিউজকে জানান, বিকেলে মোটরসাইকেলে করে আশরাফ, শরীফ ও সাবিনা বঙ্গবন্ধু সেতু এলাকা থেকে এলেঙ্গার দিকে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে রাস্তায় পড়ে যান তারা। এসময় একটি গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই শরীফ ও সাবিনা মারা যান। এতে গুরুতর আহত হন আশরাফ। তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।