ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

৪৩ দিন পর দেশে ফিরছেন অর্থমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
৪৩ দিন পর দেশে ফিরছেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

ঢাকা: চিকিৎসা ফলোআপ শেষে ৪৩ দিন পর দেশে ফিরছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। গত ২৮ নভেম্বর সিঙ্গাপুরে গিয়েছিলেন অর্থমন্ত্রী।

সিঙ্গাপুর থেকে রোববার (১০ জানুয়ারি) রাতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, এফসিএ, এমপি সিঙ্গাপুর থেকে একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন।  

বিদেশে থাকাকালীন অনলাইনের মাধ্যমে অর্থমন্ত্রী সার্বক্ষণিক দফতরের সঙ্গে যোগাযোগ রাখা, দৈনন্দিন কাজকর্ম সম্পাদন এবং ভার্চুয়াল বিভিন্ন সভায় অংশগ্রহণ করেন। দেশে ফিরে আগামীকাল থেকেই তিনি নিয়মিত দাপ্তরিক কাজকর্ম শুরু করবেন বলে আশা ব্যক্ত করেছেন।  

মূলত সিঙ্গাপুরে কোয়ারেন্টাইন মেইনটেইন করতে গিয়ে তার চিকিৎসা গ্রহণে বেশি সময় লেগেছে।  

বাংলাদেশ সময়: ০১০৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
এমআইএস/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।