ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

জীবনের নিরাপত্তা চেয়ে কাউন্সিলর প্রার্থীর সংবাদ সম্মেলন

ডিসট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
জীবনের নিরাপত্তা চেয়ে কাউন্সিলর প্রার্থীর সংবাদ সম্মেলন

বাগেরহাট: জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভা নির্বাচনে ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল জলিল।  

রোববার (১০ জানুয়ারি) বিকেল ৫টায় বাগেরহাট প্রেস ক্লাব মিলনায়তনে তিনি এই সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আব্দুল জলিল বলেন, ‘মোংলা পোর্ট পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে ২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যুবলীগ নেতা এস এম শরিফুল ইসলাম বিভিন্নভাবে আমাকে হয়রানি করে আসছিলেন। আমি যাতে নির্বাচন না করি সে জন্যও তিনি চেষ্টা করেছেন। এসব চেষ্টা করেও আমাকে থামাতে পারেনি। ’

তিনি আরও বলেন, ‘শনিবার (৯ জানুয়ারি) দুপুরে এসএম শরিফুল ও তার সমর্থকরা আমার পরিবারের ওপর হামলা করেন। আমার নামে থানায় মিথ্যে অভিযোগও দিয়েছেন। আমি যদি নির্বাচন থেকে সরে না দাঁড়াই তাহলে আমাকে প্রাণনাশের হুমকি দেন। এই অবস্থায় আমি চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। বিষয়টি আমি প্রশাসনকেও জানিয়েছি। ’ নিজের জীবনের নিরাপত্তার জন্য প্রশাসন ও নির্বাচন কমিশনের কাছে সহযোগিতা কামনা করেন তিনি।

এবিষয়ে কাউন্সিলর প্রার্থী এসএম শরিফুল ইসলাম বলেন, ‘আমি গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন করছি। আমি আব্দুল জলিলের কোনো কর্মীদের উপর হামলা করিনি। তাকে হুমকিও দেইনি। বরং তিনি আমার কর্মীদের উপর হামলা করেছেন। এ বিষয়ে আমি মোংলা থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আব্দুল জলিল যেসব অভিযোগ করেছেন তা সম্পূর্ণ মিথ্যা।

বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফরাজী বেনজির আহমেদ বলেন, কাউন্সিলর প্রার্থীর আশঙ্কার বিষয়টি আমি শুনেছি। এ বিষয়ে আমরা সতর্ক থাকব।

বাংলাদেশ সময়: ০৩৫৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।