ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে আগুনে স্বামী-স্ত্রীসহ নিহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
গাজীপুরে আগুনে স্বামী-স্ত্রীসহ নিহত ৪

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকায় একটি টিনশেড বাড়িতে আগুন লেগে স্বামী-স্ত্রীসহ চারজন নিহত হয়েছেন। সোমবার (১১ জানুয়ারি) ভোরে এ আগুনের সূত্রপাত হয়।

নিহতরা হলেন- গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার সুন্দাইল এলাকার সামছুল হুদার ছেলে মিলন (৩৭) ও তার স্ত্রী মুন্নী (৩০), একই থানার জরিকপুর এলাকার আশরাফ আলীর ছেলে ফরহাদ (৪০) ও গাইবান্ধার পলাশবাড়ী থানার জগন্নাথপুর এলাকার ওসমান গণির ছেলে আউয়াল (২০)।  

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. কবীরুল আলম বাংলানিউজকে জানান, ভোরে কালামপুর এলাকায় একটি টিনশেড বাড়িতে আগুন লাগে। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় আগুনে দগ্ধ হয়ে মিলন, মুন্নী, ফরহাদ ও আওয়াল নামে চারজনের মৃত্যু হয়। গ্যাস লিকেজ থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে। নিহতরা সবাই ওই বাড়িতে ভাড়া থাকতেন।  

বাংলাদেশ সময়: ০৮৪৩ ঘণ্টা, জানুয়ার ১১, ২০২১, আপডেট: ১০৪২ ঘণ্টা,
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।