ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

নেতাজির জন্মবার্ষিকীর জাতীয় কমিটিতে বাংলাদেশের আশরাফুল

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
নেতাজির জন্মবার্ষিকীর জাতীয় কমিটিতে বাংলাদেশের আশরাফুল

ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা সুভাষচন্দ্র বসুর জন্মের ১২৫ বর্ষের উৎসব উপলক্ষে ৮৫ সদস্যের একটি জাতীয় কমিটি করা হয়েছে। কমিটির চেয়ারম্যান দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

 

দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভার একাধিক সদস্য, রাজ্যপাল ও সাবেক এবং বর্তমান মুখ্যমন্ত্রীসহ এই কমিটিতে স্থান পেয়েছেন বাংলাদেশের নেতাজি গবেষক, সংগঠক ও
সাংবাদিক মো. আশরাফুল ইসলাম।

শনিবার (৯ জানুয়ারি ২০২১) ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো নেতাজির জন্মবার্ষিকীর উচ্চ পর্যায়ের এ কমিটির নাম সম্বলিত গেজেট প্রকাশ করে। প্রধানমন্ত্রী ছাড়াও এ কমিটিতে আছেন অমিত শাহ, স্মৃতি ইরানি, রাজনাথ সিং, নির্মলা সীতারমনের মতো কেন্দ্রীয় মন্ত্রীরা। সব রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও রাখা হয়েছে কমিটিতে।

২৩ জানুয়ারি থেকে নেতাজির জন্মোৎসব শুরু হবে, চলবে ২০২২ সালের ২৩ জানুয়ারি পর্যন্ত।

ভারতের স্বাধীনতা আন্দোলনকে জোরদার করতে নেতাজি যেসব জায়গায় যান, সেখানে সাড়ম্বরে বছরব্যাপী পালিত হবে নানা অনুষ্ঠান।

উচ্চ পর্যায়ের কমিটিতে রাখা হয়েছে সৌরভ গাঙ্গুলি, মিঠুন চক্রবর্তী, কৌশিক গাঙ্গুলি, সুব্রত ভট্টাচার্য, এ আর রহমানের মতো স্বনামধ্যন্য ব্যক্তিদের। চলচ্চিত্র পরিচালক কৌশিক গাঙ্গুলি ও ভারতীয় দলের প্রাক্তন ফুটবলার সুব্রত ভট্টাচার্যকেও রাখা হয়েছে। ভারতীয় বিমান বাহিনীর প্রাক্তন প্রধান অরূপ রাহার নামও রয়েছে কমিটিতে। রয়েছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুত চক্রবর্তী। অভিনেত্রী কাজলকেও রাখা হয়েছে এই কমিটিতে।

এই কমিটিতে স্থান পাওয়া বাংলাদেশ থেকে একমাত্র সদস্য আশরাফুল ইসলাম ইন্টারন্যাশনাল সেন্টার ফর নেতাজি সুভাষ আইডিওলজি (আইসিএনএসআই) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ঢাকার বিশেষায়িত অনলাইন গণমাধ্যম বহুমাত্রিক.কম এর প্রধান সম্পাদক। তিনি এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশে নেতাজির আদর্শের চর্চায় তরুণদের উদ্বুদ্ধ করে আসছেন। গ্লোবাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশর ফর হিস্ট্রি, হ্যারিটেজ অ্যান্ড ফ্রিডম স্ট্রাগল (জিজেএ) এর সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম সুপ্রাচীন ইতিহাস ও ঐতিহ্য নিয়ে বিষয়ভিত্তিক গবেষণা করে আসছেন। ভারতবর্ষসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহের স্বাধীনতা সংগ্রাম তার আগ্রহের কেন্দ্রে রয়েছে।

নেতাজির জন্মদিন উপলক্ষে ২০১৮ থেকে টানা তিন বছর আশরাফুল ইসলামের উদ্যোগেই বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশে উদযাপিত হয়ে আসছে আন্তর্জাতিক দেশপ্রেম দিবস।

‘বাংলাদেশে নেতাজির আদর্শিক চর্চা বেগবান হবে’

নেতাজির জন্মোৎসবে ভারতের জাতীয় কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় আশরাফুল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ও বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও প্রেস ইনস্টিটিউট, বাংলাদেশ- এর চেয়ারম্যান দৈনিক জাগরণ সম্পাদক আবেদ খান।

অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, নেতাজি অন্তঃপ্রাণ গবেষক ও সাংবাদিক আশরাফুল ইসলামের নেতৃত্বে গত তিন বছর টানা ঢাকায় নেতাজির জন্মোৎসব হয়ে আসছে। যার মধ্য দিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তো বটেই, বাঙালির অখণ্ড গৌরব সম্পর্কেও নতুন প্রজন্ম ধারণা পেয়েছে। বাংলাদেশে নেতাজি চর্চার পথিকৃৎ আশরাফুল ইসলামকে ভারতের জাতীয় কমিটিতে যুক্ত করা গৌরবের বিষয়। এই স্বীকৃতি বাংলাদেশকে নেতাজির আদর্শিক চর্চার ধারাকে আরও বেগবান করবে।

জাগরণ সম্পাদক আবেদ খান বলেন, ভারতের পূর্ণ স্বরাজ প্রতিষ্ঠায় নেতাজি সুভাষচন্দ্র বসুর যে সর্বাত্মক সংগ্রাম শুরু করেছিলেন তা অভূতপূর্ব। আর মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করা বাংলাদেশে নেতাজিকে নিয়ে ধারাবাহিক যে আয়োজন হয়ে আসছে, তারই স্বীকৃতি ভারতের জাতীয় কমিটিতে বাংলাদেশের আশরাফুল ইসলামকে সদস্য করা। বাংলাদেশের জন্য স্বীকৃতি মর্যাদার।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।