ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

ভারত-বাংলাদেশ মৈত্রী সাইকেল র‌্যালি দলকে সংবর্ধনা

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
ভারত-বাংলাদেশ মৈত্রী সাইকেল র‌্যালি দলকে সংবর্ধনা মৈত্রী সাইকেল র‌্যালি। ছবি: বাংলানিউজ

বেনাপোল(যশোর): বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বেনাপোলে বাংলাদেশ-ভারত সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে মৈত্রী সাইকেল র‌্যালি দলকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) দুপুর ২টার সময় বেনাপোল-পেট্রাপোল সীমান্তের নো-ম্যান্স ল্যান্ডে বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের সংবর্ধনা দেন।

 

জানা যায়, ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এই মৈত্রী সাইকেল র‌্যালিটি রোববার (১০ জানুয়ারি) কলকাতার বশিরহাট ভারতীয় সীমান্ত পিলার ১ নম্বর থেকে যাত্রা শুরু করে। উদ্বোধনের মধ্য দিয়ে তা ১৭ মার্চ পর্যন্ত চলবে। তারা চার হাজার ৯৬ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ভারতের মিজোরাম সীমান্তে গিয়ে শেষ হবে।

যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সেলিম রেজা জানান, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা আর সম্মান প্রদর্শন এবং বিজিবি-বিএসএফের মধ্যে সুসম্পর্ক স্থাপনের অংশ হিসেবে বিএসএফ এই সাইকেল র‌্যালির আয়োজন করেছে। সাইকেল র‌্যালিতে ১৭ জন অংশগ্রহণ করবেন। র‌্যালিটির নেতৃত্ব দেবেন বিএসএফের আইজি শ্রী অশ্বিনি কুমার।

এসময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন- দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল জাকির হোসেন ও ভারতের পক্ষে উপস্থিত ছিলেন বিএসএফের অতিরিক্ত উপ মহাপরিচালক পঙ্কজ কুমার।

এসময় আরো উপস্থিত ছিলেন- কলকাতায় নিযুক্ত ডেপুটি হাইকমিশনার তৌফিক হাসান, ডেপুটি রিজিয়ন কমান্ডার কর্নেল আলিমুল কবির চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এছাড়া ভারতের পক্ষে উপস্থিত ছিলেন ডিআইজি অজিত কুমার তেতে, ১৭৯ বিএসএফের অধিনায়ক শ্রী অরুণ কুমারসহ উর্ধতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।