ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
গাজীপুরে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

মৃত মোরশেদা বেগম (৭০) শ্রীপুর উপজেলার দারোগারচালা এলাকার মৃত সামাদ মিয়ার স্ত্রী।  

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এআরএম আল-মামুন বাংলানিউজকে জানান, শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হচ্ছিলেন ওই বৃদ্ধা। তখন ময়মনসিংহগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে বৃদ্ধা মোরশেদা বেগম গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মোরশেদা বেগম মারা যান। এ ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১   
আরএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।