ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

কোভিড পরবর্তী মানবাধিকার সুরক্ষায় প্রকল্প প্রস্তাবনা আহ্বান

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
কোভিড পরবর্তী মানবাধিকার সুরক্ষায় প্রকল্প প্রস্তাবনা আহ্বান ...

ঢাকা: কোভিড-১৯ পরবর্তী সময়কালে সমাজের সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া বিশেষ জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি সুরক্ষায় সুনির্দিষ্ট জেলার বিভিন্ন পর্যায়ে কর্মরত এনজিও, সি.এসও, সিবিও এবং এদের সমন্নয়ে গঠিত কোয়ালিশনের কাছ থেকে সৃজনশীল প্রকল্প প্রস্তাবনা আহ্বান করেছে জাতিসংঘ উন্নয়ন তহবিল-ইউএনডিপি।

সোমবার (১১ জানুয়ারি) ঢাকার ইউএনডিপি অফিস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এটি ইউএনডিপির হিউম্যান রাইটস অ্যান্ড জাস্টিস প্রোগ্রামের (এইচআরজেপি) ক্ষুদ্র আর্থিক সহায়তা কার্যক্রমের অংশ। এখানে উন্নয়ন সহযোগী হিসেবে রয়েছে সুইডেনের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা সিডা এবং সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের (এসডিসি)।

এই ক্ষুদ্র আর্থিক সহায়তা কার্যক্রমের আওতায় ঢাকা, মানিকগঞ্চ, রাজশাহী,  দিনাজপুর, খুলনা, সাতক্ষীরা, বরিশাল, কক্সবাজার, ময়মনসিংহ,  মৌলভীবাজার এবং হবিগঞ্চ জেলায় কর্মরত এনজিও, সি.এসও, সিবিও এবং এদের সমন্নয়ে গঠিত কোয়ালিশনের কাছ থেকে প্রস্তাবনা আহ্বান করা হচ্ছে।  

এইচআরজেপি জাতীয় মানবাধিকার কমিশন, আইনশৃংখলা রক্ষাকারি বাহিনী (বিশেষত: পুলিশ), বিচার বিভাগসহ বিভিন্ন অংশীজনের সঙ্গে মিলে বিভাজনহীন ও সমতাপূর্ণ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়ে কাজ করে চলছে।

বিস্তারিত তথ্যের জন্য ইউএনডিপি বাংলাদেশের ওয়েবসাইট দেখতে অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২১
টিআর/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।