ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

অবৈধ ইটভাটা ধ্বংস, কর্মহীন শ্রমিকদের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
অবৈধ ইটভাটা ধ্বংস, কর্মহীন শ্রমিকদের মানববন্ধন অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়ায় কর্মহীন শ্রমিকদের মানববন্ধন

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ইটভাটা ধ্বংস বা গুড়িয়ে করার দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে কর্মহীন হয়ে পড়া হাজারও শ্রমিক।

মঙ্গলবার (১২ জানুয়ারি) বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত স্থানীয় মোড়ে রংপুর-ঢাকা মহাসড়কে এ কর্মসূচি পালন করেন তারা।

উপজেলা ইট প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন আয়োজিত কর্মসূচিতে বক্তব্য রাখেন ইউনিয়নের সাধারণ সম্পাদক ছাদেক আলী, শ্রমিক রেজাউল মিয়া, ফিরোজ মিয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম আজাদ সাবু, সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান প্রান্ত ও মটর শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক রেজানুর রহমান ডিপটি।

বক্তারা বলেন, ‘করোনার সময় শ্রমিকদের হাতে কাজকর্ম না থাকায় খেয়ে না খেয়ে দিনযাপন করছেন তারা। বর্তমানে ইট প্রস্তুত মৌসুমে তারা ভাটায় কাজ করে পরিবারের সস্যদের পেটে ভাত যোগাতে পারছেন। ঠিক সেই সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে একের পর এক ইটভাটা গুঁড়িয়ে দেওয়ায় আমরা কর্মহীন হয়ে পড়েছি। এ অবস্থায় চলতি মৌসুমে ইটভাটায় শ্রমিকদের কর্মস্থানের সুযোগ অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। ’

রোববার (১০ জানুয়ারি) পলাশবাড়ী উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস. এম. ফয়েজ উদ্দিন। এসময় লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র ব্যতীত নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনার অপরাধে তিনটি ইটভাটা ধ্বংস করা হয় এবং ১০টি মামলায় ১৬ লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
এফএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।