ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

পাটগ্রামে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
পাটগ্রামে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার প্রতীকী ছবি

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় এক স্কুলছাত্রীকে (১২) ধর্ষণের অভিযোগে রেজোয়ান হোসেন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (১১ জানুয়ারি) নির্যাতনের শিকার মেয়েটির মা বাদী হয়ে রেজোয়ানের বিরুদ্ধে পাটগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে রাতেই উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের রাধানাথপুর গ্রাম থেকে অভিযুক্ত আসামিকে গ্রেফতার করে পুলিশ। রেজোয়ান ওই গ্রামের নূর হোসেনের ছেলে।  

পুলিশ ও স্থানীয়রা জানান, বাবা-মা ক্ষেতে কাজে যাওয়ায় প্রায়ই বাড়িতে একা থাকতো পঞ্চম শ্রেণির ওই ছাত্রী। গত বছরের ২৬ ডিসেম্বর এ সুযোগে বাড়িতে ঢুকে মেয়েটিকে ধর্ষণ করে প্রতিবেশী রেজোয়ান। পরে মেয়েটি তার পরিবারকে বিষয়টি জানালে স্থানীয়ভাবে বৈঠকের চেষ্টা চালায় অভিযুক্ত রেজোয়ানের পরিবার। অবশেষে ১১ জানুয়ারি মেয়েটির মা বাদী হয়ে পাটগ্রাম থানায় রেজোয়ানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে প্রাথমিক তদন্ত শেষে ধর্ষণ আইনে মামলা রুজ্জু করে অভিযুক্ত রেজোয়ানকে রাতেই গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার সকালে ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময় ১২৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।