ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

দেশকাল পত্রিকার ওয়েবসাইট উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
দেশকাল পত্রিকার ওয়েবসাইট উদ্বোধন কেক কাটছেন রেডিয়েন্ট পাবলিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদীসহ অন্যরা।

ঢাকা: ওয়েব জগতে প্রবেশ করেছে দেশকাল পত্রিকা। এ উপলক্ষে ১১ জানুয়ারি (সোমবার) বিকেলে পত্রিকাটির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কেক কেটে উদ্বোধন করেন রেডিয়েন্ট পাবলিকেশন্স লিমিটেডের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী।

 

তিনি দেশকাল পত্রিকার সদস্য এবং পাঠক-শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

এর আগে দেশকাল পত্রিকার পথচলা নিয়ে একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়।  

অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেশকাল পত্রিকা ও সাম্প্রতিক দেশকালের সম্পাদক ইলিয়াস উদ্দিন পলাশ; বক্তব্য রাখেন অতিথি মো. নাসের শাহরিয়ার জাহেদী এবং সাম্প্রতিক দেশকালের অনলাইন সম্পাদক ও পরিকল্পনা সম্পাদক আরশাদ সিদ্দিকী।

সঞ্চালনায় ছিলেন দেশকাল পত্রিকার নির্বাহী সম্পাদক নাসরিন আখতার। দেশকাল পত্রিকা ও সাম্প্রতিক দেশকাল পরিবারের সদস্য এবং সিনিয়র সাংবাদিক ও কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

২০১৮ সাল থেকে পথচলা শুরু দেশকাল পত্রিকার। শুরু থেকেই গণতান্ত্রিক মূল্যবোধ, অসাম্প্রদায়িকতা ও মুক্তবুদ্ধিচর্চায় তার স্বকীয়তা ধরে রেখেছে পত্রিকাটি।  
ওয়েবসাইট উদ্বোধনে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের পরিকল্পনা থাকলেও, করোনাভাইরাসের কারণে আয়োজনটি সংক্ষিপ্ত করা হয়।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।