ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়া ভবন ধসে কিশোরী নিহত, আহত ৫

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
আশুলিয়া ভবন ধসে কিশোরী নিহত, আহত ৫ ধসে পড়া দেয়াল। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): সাভারের আশুলিয়ায় একটি একতলা ভবনের দেয়াল ধসে হ্যাপি আক্তার মিনা (১৩) নামে এক কিশোরী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৫ জন।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে আশুলিয়ার জিরানী এলাকায় শিমুলিয়া রোডে মদিনা ব্যাচেলর ম্যাচ ভবনে এ ঘটনা ঘটে।

হ্যাপি আক্তার মিনা কুষ্টিয়া জেলার সদর থানার পূর্ব রাতুলপাড়া গ্রামের হাবিবুর রহমানের মেয়ে। সে কোনাপাড়া কলাবাগান এলাকায় ব্র্যাক স্কুলের ৫ম শ্রেণির ছাত্রী ছিল।

আহতরা হলো- মোসাম্মত রেখা বেগম, চায়ের দোকানদার আলম, সাজ্জাদ হোসেন সাজুসহ আরও দুইজন।

ফায়ার সার্ভিস জানায়, আশুলিয়ার জিরানী এলাকায় মদিনা নামে পুরাতন ভবনটি সংস্কারের জন্য ভাঙা হচ্ছিলো। এসময় ভবনটির পাশের একটি দেয়াল সড়কের উপর পড়লে মিনা নামে এক কিশোরী মারা যায়। এ ঘটনায় আহত হয় অন্তত ৫ জন। সে সময় মিনা তার মায়ের সঙ্গে কেক কিনতে যাচ্ছিলো।

এ বিষয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার এবং আহতদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।