ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

ধামইরহাটে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
ধামইরহাটে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার  প্রতীকী ছবি

নওগাঁ: নওগাঁর ধামইরহাট উপজেলায় তয়সর আলী (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ১১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি উপজেলার ইসবপুর ইউনিয়নের চকমহাদেব এলাকার বাসিন্দা।  

স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন ওই বৃদ্ধ দীর্ঘদিন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। সোমবার রাতে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। সকালে বাড়ির পাশের একটি আম গাছে তাকে ঝুলন্ত অবস্থায় মরদেহ দেখতে পায় এলাকাবাসী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মমিন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা করেছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।