ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

দিরাইয়ে অটোরিকশাচাপায় শিশু নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
দিরাইয়ে অটোরিকশাচাপায় শিশু নিহত  প্রতীকী ছবি

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দিরাই উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার  চাপায় নাঈম মিয়া (৯) নামে এক শিশু নিহত হয়েছে।  
       
মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে সুনামগঞ্জের দিরাই-মদনপুর সড়কের বদলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাঈম মিয়া সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মনিগাতি গ্রামের রশিদ মিয়ার ছেলে।

জানা যায়, শিশুটি তার মা-বাবার সঙ্গে বাসে করে সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের বদলপুর গ্রামে নানাবাড়িতে বেড়াতে যায়। বদলপুর গ্রামের পাশে দিরাই মদনপুর সড়কে বাস থেকে নামার পর পশ্চিম পাশে নানাবাড়ি যাওয়ার উদ্দেশে মায়ের হাত ছেড়ে দিয়ে দৌড়ে রাস্তা পার হচ্ছিল নাঈম। এ সময় সুনামগঞ্জ থেকে দিরাইমুখী একটি বেপরোয়া অটোরিকশা তাকে চাপা দেয়। এতে গুরুতর আহত হয় নাঈম।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক অটোরিকশা ও চালককে আটক করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।