ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

অবশেষে আটক পল্লবীর কিশোর গ্যাংয়ের লিডার আরজু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
অবশেষে আটক পল্লবীর কিশোর গ্যাংয়ের লিডার আরজু আরজু

ঢাকা: রাজধানীর পল্লবী এলাকার কিশোর গ্যাংয়ের লিডার আরজু ওরফে গান্ধা আরজুকে আটক করেছে পুলিশ।  

মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর মিরপুর-১১ নম্বর সি-ব্লক ফুটবল গ্রাউন্ড ক্যাম্প সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী।  

তিনি বলেন,কিশোর গ্যাংয়ের লিডার আরজু ওরফে গান্ধা আরজুকে একটু আগে আটক করা হয়েছে। যাচাই-বাছাই চলছে তার সঙ্গে কে কে জড়িত। তার নেতা কারা এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  

ওসি আরও বলেন, আমরা কিশোর গ্যাংয়ের লিডার আরজু ওরফে গান্ধা আরজুর বিরুদ্ধে অনেক অভিযোগ পেয়েছি। সে কি কি অপকর্মের সঙ্গে জড়িত তা বের করার চেষ্টা করছি।  

সোমবার (১১ জানুয়ারি) বাংলানিউজে কিশোর গ্যাং আরজুকে নিয়ে প্রতিবেদন প্রকাশের পর টনক নড়ে প্রশাসনের। এর পরের দিনই আরজুকে আটক করা হয়।  
আরও পড়ুন>> পল্লবীজুড়ে চলছে আরজু গ্যাংয়ের তাণ্ডব

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
এমএমআই/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।