ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের জন্য গবেষণা জাহাজ ক্রয়ের সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের জন্য গবেষণা জাহাজ ক্রয়ের সুপারিশ

ঢাকা: বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের জন্য গবেষণা জাহাজ ক্রয়ের সুপারিশ করেছেন সংসদীয় কমিটি। পাশাপাশি জনবল নিয়োগ এবং আবাসন সুবিধা বৃদ্ধি করারও সুপারিশ করা হয়েছে।



মঙ্গলবার (১২ জানুয়ারি) বিকেলে একাদশ জাতীয় সংসদের ‘বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সপ্তম বৈঠকে এ সুপারিশ করা হয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির সভাপতি আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য হুইপ ইকবালুর রহিম, মো. হাবিবে মিল্লাত, মো. শফিকুল আজম খান, নিজাম উদ্দিন হাজারী, মো. মোজাফ্ফর হোসেন, শিরীন আহমেদ এবং সেলিমা আহমাদ বৈঠকে অংশগ্রহণ করেন।

বৈঠকে কোভিড-১৯ এর বিষয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ সংস্থার গৃহিত বিভিন্ন উদ্যোগ জিনোম সিকোয়েন্স উদঘাটন, স্যানিটাইজার তৈরি ও বিতরণ ইত্যাদি বিষয়ে আলোচনা হয়। এছাড়া গোপালঞ্জে বিসিএসআইআর গবেষণাগার স্থাপনের অগ্রগতি; জিনোমিক রিসার্চ ইনস্টিটিউট স্থাপনের বর্তমান অবস্থা, রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার স্থাপন প্রকল্পের অগ্রগতি এবং বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউট, কক্সবাজারের হাল নাগাদ তথ্যাবলী অবহিত ও পর্যালোচনার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ বৈঠকে বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস (বিআরআইসিএম) ’বঙ্গসেফ’ ওরো- ন্যাজাল স্প্রে উদ্ভাবন করায় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয় এবং স্প্রেটি সম্পর্কে প্রচার প্রচারণা বৃদ্ধিসহ ব্যবহারের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে।

বৈঠকে রাজশাহীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার স্থাপন প্রকল্পের সচ্ছতা ও জবাবদিহিত নিশ্চিত করতে তদারকি জোরদার করার জন্য কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।

বৈঠকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আনোয়ার হোসেন, বিভিন্ন সংস্থা প্রধানসহ বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
এসকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।