ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বড়লেখায় ইউপি সদস্যের মরদেহ উদ্ধার

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
বড়লেখায় ইউপি সদস্যের মরদেহ উদ্ধার শামীম আহমদ

মৌলভীবাজার: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় শামীম আহমদ (৫৫) নামে এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের কবিরা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শামীম নিজবাহাদুরপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের তমছির আলীর ছেলে। তিনি ৩ নম্বর নিজবাহাদুরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) ২ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য ছিলেন।  

স্থানীয় সুত্রে জানা যায়, গত সোমবার (১১ জানুয়ারি) সন্ধ্যার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি শামীম। রাতে বাড়ি না ফেরায় পরিবারের পক্ষ থেকে ফোন দিলে তিনি রিসিভ করেননি। পরে মঙ্গলবার সকালে কবিরা গ্রামের ইটভাটা এলাকায় দুই শিশু গরু চরাতে গেলে তাকে মাটিতে পড়ে থাকতে দেখে। এ সময় তার পাশে মোবাইলে রিং হচ্ছে শুনে এক শিশু ফোনটি রিসিভ করে জানায় তার মরদেহ পড়ে আছে।

খবরটি জানাজানি হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। শামীমকে সর্বশেষ কবিরা নয়াপাড়া এলাকায় দেখা যায় বলে জানায় স্থানীরা।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সর্দার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শামীম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

বাংলাদেশ সময়: ২২৪৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২১
বিবিবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।