ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শ্যামলীতে সড়ক দুর্ঘটনা নিহত ১

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
শ্যামলীতে সড়ক দুর্ঘটনা নিহত ১

ঢাকা: রাজধানীর শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (৩৮) এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ জানুয়ারি) দিনগত রাত ১১টার দিকে শ্যামলী ওভার ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানে আলম মুন্সি বাংলানিউজকে জানান, রাতে শ্যামলী ওভার ব্রিজের সামনে বেপরোয়া গতিতে আসা একটি ট্রাক সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল ও দু’টি রিকশাকে চাপা দেয়। এতে কতজন আহত হয়েছেন জানা যায়নি। তবে একজন মারা গেছেন।

তিনি আরও জানান, ঘটনার পর পর ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেলেও হেলপারকে আটক করা হয়েছে।  

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, শ্যামলীতে সড়ক দুর্ঘটনায় আহত এক যুবককে ট্রাফিক পুলিশ হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার নাম-পরিচয় জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ০০৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।