ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সরিষাবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
সরিষাবাড়ীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত  ফাইল ফটো

জামালপুর: জামালপুরের সরিষাবাড়ীতে ট্রাকের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৩ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে সরিষাবাড়ী পৌর এলাকার পপুলার ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।


 
নিহতরা হলেন- কামারাবাদ ইউনিয়নের বড়বড়িয়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে সাইদুর রহমান (২২) ও খোকন মিয়ার ছেলে আকাশ (১৭)।

স্থানীয়রা জানান, সকালে সাইদুর ও আকাশ মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। ঘন কুয়াশায় পথে একটি ট্রাক সামনে থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে সাইদুর ও আকাশ গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দুজনেরই মৃত্যু হয়।  

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মুহাম্মদ ফজলুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।