ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে বিএনপির ২৩ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
জয়পুরহাটে বিএনপির ২৩ নেতাকর্মী আটক

জয়পুরহাট: নাশকতার পরিকল্পনার অভিযোগে জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ সামছুল হকসহ ২৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।  

বুধবার (১৩ জানুয়ারি) বেলা ১২টার দিকে শহরের বাটার মোড় সংলগ্ন হক ভিলা থেকে তাদের আটক করা হয়।

আটকদের মধ্যে রয়েছে- জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ সামছুল হক, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম বকুল, আনিছুর রহমান তালুকদার, মওদুদ আহম্মেদ, তাজ উদ্দীনসহ ২৩ জন নেতাকর্মী।  

জয়পুরহাটের ভারপ্রাপ্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, দেশীয় অস্ত্রসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হক ভিলায় গোপন বৈঠক করছিলেন এমন সংবাদের ভিত্তিতে পুলিশ বাসাটি ঘেরাও করে। এ সময় দেশীয় অস্ত্রসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২৩ নেতাকর্মীকে আটক করা হয়।  

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ার ১৩, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।