ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কসবায় দুই ইটভাটাকে ছয় লাখ জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২১
কসবায় দুই ইটভাটাকে ছয় লাখ জরিমানা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুটি ইটভাটাকে ছয় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিবা খান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় বিজনা ব্রিকসকে চার লাখ টাকা ও কসবা ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।  

হাসিবা খান বলেন, বিজনা ব্রিকস ও কসবা ব্রিকসের ইট পোড়ানোর লাইসেন্স নেই, এটা তারা সংগ্রহ করেননি। এজন্য প্রতিষ্ঠান দুটিকে জরিমানা করা হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৩ম ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।