ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

না.গঞ্জে বেকারির মালিককে ৮০ হাজার টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
না.গঞ্জে বেকারির মালিককে ৮০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার শান্তিধারায় অবস্থিত একটি বেকারির কারখানায় অভিযান চালিয়ে ৮০ হাজার টাকা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ করায় এবং পণ্যের গায়ে পণ্যের উপাদান ইত্যাদি উল্লেখ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও  ৪৩ ধারা মোতাবেক অভিযানটি পরিচালিত হয় এবং জরিমানা করা হয়।

জানা গেছে, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয় কর্তৃক অর্পিত ক্ষমতাবলে নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান কর্তৃক নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলার বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এসময় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ করায় এবং পণ্যের গায়ে পণ্যের উপাদান ইত্যাদি উল্লেখ না করায় ওই বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে উপস্থিত ছিলেন ক্যাবের প্রতিনিধি ও জেলা পুলিশের একটি টিম।

বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।