ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

খুনের মামলায় ৪ কিশোরকে খুঁজছে পুলিশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৪ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
খুনের মামলায় ৪ কিশোরকে খুঁজছে পুলিশ

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবল উপজেলায় দুইদল স্কুলছাত্রের ঝগড়ার জেরে ছুরিকাঘাতে আলমগীর মিয়া (১৭) খুনের ঘটনায় চার কিশোরকে আসামি করে মামলা দায়ের হয়েছে। পুলিশ তাদের গ্রেফতারের জন্য খুঁজে বেড়াচ্ছে।

 

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) নিহত আলমগীরের মা পারভীন আক্তার বাদী হয়ে বাহুবল মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় চারজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আসামি করা হয়েছে আরও পাঁচজনকে।

পুলিশ জানায়, সব আসামির বয়স ১৮ বছরের নিচে। পুলিশের বিবেচনায় এরা এখনও শিশু অথবা কিশোর। আইনের আওতায় আনার স্বার্থে এখনই তাদের নাম বলা যাচ্ছে না। তবে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বাংলানিউজকে জানান, গত ৬ জানুয়ারি রাতে বাহুবল উপজেলার মুগকান্দি গ্রামে একটি ওরশ ছিল। সেখানে এক কিশোরের গায়ে আরেক এক কিশোরের ধাক্কা লাগে। এ নিয়ে মণ্ডলকাপন গ্রামের দুইদল কিশোরের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের জের ধরে ১২ জানুয়ারি রাতে মণ্ডলকাপন গ্রামে ব্যাডমিন্টন টুর্নামেন্ট চলাকালে ওই দুইগ্রুপের মধ্যে আবারও কথা কাটাকাটি হয়। সেখান থেকে ফেরার পথে ডাকবাংলো এলাকায় মহাসড়কের পাশে দুইপক্ষের মারামারি শুরু হলে আলমগীরের গায়ে ছুরির আঘাত লাগে।  

পরে স্থানীয়রা আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আলমগীর আহমদপুর গ্রামের আফতাব মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, নিহত আলমগীরের বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় শয্যাশায়ী। ছয় ভাই-বোনের মধ্যে আলমগীরই সবার বড়। তাকে হারিয়ে মা-বাবা ও ভাই-বোন পাগল প্রায়।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।