ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ভোট কারচুপি নয়, সুষ্ঠু নির্বাচনে মেয়র হতে চাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
ভোট কারচুপি নয়, সুষ্ঠু নির্বাচনে মেয়র হতে চাই বক্তব্য রাখছেন আবদুল কাদের মির্জা। ছবি: বাংলানিউজ

নোয়াখালী: ভোট কারচুপি করে নয়, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে মেয়র হতে চাই উল্লেখ করে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী আবদুল কাদের মির্জা বলেন, সারাদেশে একটি সুষ্ঠু ভোটের বিপ্লব ঘটাতে চাই। আমার জন্য কাউকে ভোট চুরি করতে হবে না।

যদি কেউ এটা করে— আল্লাহ যেন আমাকে মৃত্যুদান করে।
 
বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) দুপুরে বসুরহাট উপজেলার বসুরহাট বাজারের রূপালী চত্বরে শেষ দিনের প্রচারণায় আয়োজিত পথ সভায় তিনি এ কথা বলেন।

আবদুল কাদের মির্জা বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাপোর্ট থাকায় নৌকা প্রতীক নিয়ে প্রচারণা চালিয়ে যেতে পারছি। দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ন্যায়-নীতির সঙ্গে কাজ করেন। এ কথা বলার উদ্দেশ্য হলো— নোয়াখালীর অপরাজনীতির বিরুদ্ধে ও নোয়াখালীর রাজনীতির আমূল পরিবর্তন আনা। এ অঞ্চলের প্রবীণ রাজনীতিবিদ মাহমুদুর রহমান বেলায়েত ও অধ্যক্ষ খায়রুল আনম সেলিম এবং ফেনীতে জয়নাল হাজারী ও ইকবাল সোবহান চৌধুরীর মাধ্যমে আমূল পরিবর্তন করা সম্ভব।

নির্বাচন কমিশনের (ইসি) সমালোচনা করে কাদের মির্জা বলেন, আমাদের এলাকার নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরীর বুধবার (১৩ জানুয়ারি) আসার কথা ছিল। কিন্তু কেন তিনি আসেননি, এ নিয়ে সন্দেহ হচ্ছে। তারা যে কোনোভাবে নির্বাচন বানচাল করার চেষ্টা চালাচ্ছেন। যতই নির্বাচন বানচাল করার চেষ্টা করুক, তা কঠোরভাবে প্রতিহত করা হবে।

পথ সভা

তিনি বলেন, নির্বাচনকে নিয়ে অনেক ষড়যন্ত্র, চক্রান্ত চলছে। আমাদের প্রতিপক্ষ প্রার্থীদের জন্য নোয়াখালীর এমপি, ফেনীর এমপি ১ কোটি টাকা পাঠিয়েছেন। এখানে শুধু আমার বিরুদ্ধে নয়, আমার কাউন্সিলরদের বিরুদ্ধেও চক্রান্ত চলছে। আজকে ভোটারদের টাকা দিচ্ছে কাউন্সিলরদের মাধ্যমে।

তিনি আরও বলেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসাবে আমি নির্বাচন করছি। ভোট জালিয়াতির বিরুদ্ধে প্রতিবাদ করবো। আমি এক ভোট পেলেও অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই। প্রমাণ করে দিতে চাই, গণতন্ত্র কী।  

নির্বাচনের দিন কোথাও কোনো কারচুপি হলে, জনগণকে সঙ্গে নিয়ে সেখানে ভোট বন্ধসহ আন্দোলন করার হুঁশিয়ারে উচ্চারণ করেন আবদুল কাদের মির্জা।  

সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খানসহ দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আবদুল কাদের মির্জা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই।  

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।