ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে ট্রাকের চাপায় অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
বকশীগঞ্জে ট্রাকের চাপায় অবসরপ্রাপ্ত শিক্ষকের মৃত্যু

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে ট্রাকের চাপায় হাবিবুর রহমান (৬৫) নামে  এক অবসরপ্রাপ্ত শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বকশীগঞ্জ-কামালপুর সড়কে তিনানীপাড়ায় এ দুর্ঘটনাটি ঘটে।

মৃত হাবিবুর রহমান পার্শ্ববর্তী শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ভেলুয়া ইউনিয়নের দষ্টিপাড়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে। তিনি লক্ষ্মীডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন।

বকশীগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজায়ের আল মাহামুদ আদনান বাংলানিউজকে জানান, মৃত হাবিবুর রহমান নিজ বাড়ি থেকে বাট্টাজোড় পথে বিপরীত থেকে ধান বোঝাই একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায়।

পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক পালিয়ে যায়।

বাংলাদেশ সময়: ২২২২ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০২১
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।