ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে জাল টাকাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
যাত্রাবাড়ীতে জাল টাকাসহ আটক ২

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২ লাখ ৯০ হাজার জাল টাকাসহ দুইজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১০)।

শুক্রবার (১৫ জানুয়ারি) বিকেলে র‌্যাব-১০ এর উপঅধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান বাংলানিউজকে বিষয়টি জানান।

আটকরা হলেন- খোকন মিয়া (৪৮) ও মৌসুমী আক্তার (২৯)।  

মেজর শাহরিয়ার জানান, বৃহস্পতিবার রাত ১১টায় র‌্যাব-১০ এর একটি দল রাজধানীর যাত্রাবাড়ী থানার ধলপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে দুই লাখ ৯০ হাজার টাকা মূল্যের জাল নোটসহ জাল টাকা সরবারহকারী চক্রের দুই সদস্যকে আটক করা হয়।  

তিনি আরও জানান, আসামিরা জালটাকা ক্রয়-বিক্রয় চক্রের সঙ্গে জড়িত। তারা দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় সরবারহ আসছিল। আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২১
এমএমআই/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।