ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে একদিনে দুই বাল্যবিয়ে বন্ধ, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
বকশীগঞ্জে একদিনে দুই বাল্যবিয়ে বন্ধ, জরিমানা

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রশাসনের তৎপরতায় একদিনে দুই বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে।

শুক্রবার (১৫ জানুয়ারি) উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী বাবু সুশান্ত কুমার চক্রবর্তী বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

বাবু সুশান্ত কুমার চক্রবর্তী বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বকশীগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় রাহিলা কাদির উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী রূপা রানীর বাল্যবিয়ে বন্ধ করে দেওয়া হয়। এ সময় বাল্যবিয়ের অপরাধে কন্যার বাবা মোফাজ্জল হক নান্ডা মিয়াকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মেয়েকে বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়।

একই দিন রাতে ঝালরচর পশ্চিমপাড়া গ্রামে অভিযান চালিয়ে আইরমারী দাখিল মাদ্রাসার নমব শ্রেণির শিক্ষার্থী জায়েদার বাল্যবিয়ে বন্ধ করে দেওয়া হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে বরপক্ষের লোকজন পালিয়ে যায়। পরে কন্যার বাবা বাদশা মিয়াকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

বকশীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) স্নিগ্ধা দাস বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৫৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।