ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কাশিমপুর কারাগারে বন্দি মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
কাশিমপুর কারাগারে বন্দি মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদির মৃত্যু 

গাজীপুর: গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের বন্দি মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত কান্তি মারাক (৪৪) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কান্তি মারাক শেরপুরের নালিতাবাড়ী থানার পানিহাতা কেকামারি এলাকার নিতিশ মান্দার ছেলে।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. গিয়াস উদ্দিন বাংলানিউজকে জানান, নালিতাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিলেন কান্তি মারাক। গত তিন বছর ধরে তিনি কারাগারে বন্দি ছিলেন। সকালে কান্তি অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়লে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে সকাল ৮টার দিকে কান্তিকে মৃত ঘোষণা করেন। এ কারাগারে তার কয়েদি নং-৪৩২২/এ। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
আরএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।