ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আলোকিত সমাজ প্রতিষ্ঠায় ইমামদেরও ভূমিকা রাখতে হবে: বাদশা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
আলোকিত সমাজ প্রতিষ্ঠায় ইমামদেরও ভূমিকা রাখতে হবে: বাদশা

রাজশাহী: রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেছেন, আলোকিত সমাজ প্রতিষ্ঠা ও উন্নয়নের পেছনে মসজিদের ইমামদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। কেননা সমাজের মানুষ তাদের বিশ্বাস করেন।

তাদের সম্মানের আসনেই রাখা হয়।  

শনিবার (১৬ জানুয়ারি) সকালে রাজশাহী ইমাম প্রশিক্ষণ একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে তিনি দেশের নয়টি জেলার ৫০ জন ইমামের হাতে সনদপত্র তুলে দেন।

বাদশা বলেন, আমাদের সমাজে ইমামরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। তাদের সবাই সম্মান করেন এবং তাদের মতামতকে গুরুত্ব দেন। তাই তারাও সমাজের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারেন। শুধু নামাজ পড়ানোই নয়, এর পাশাপাশি সমাজ গঠনেও তারা ভূমিকা রাখতে পারেন।

তিনি বলেন, আমাদের দেশে মাত্র ১০ শতাংশ মানুষ অন্য ধর্মের। বাকিরা মুসলিম। তাই সবাইকে বাংলার ও ইসলামের ইতিহাস জানাতে হবে। ইসলামের সঠিক ব্যাখ্যা ইমামরাই দিতে পারেন। আবার ভুল ব্যাখ্যার পরিণতি ভয়াবহ হতে পারে। তাই ইমামদের এ বিষয়েও সতর্ক থাকতে হবে।

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা বলেন, রাজশাহীতে ইমাম প্রশিক্ষণ একাডেমি ভালো কাজ করছে। এখানে শুধু ইমামদের নামাজ পড়ানোর পদ্ধতি শেখানো হচ্ছে না, এর পাশাপাশি সমাজের সমস্যা কীভাবে সমাধান করা যায় এটিও প্রশিক্ষণের মাধ্যমে শেখানো হচ্ছে। কীভাবে সমাজে ইতিবাচক নেতৃত্ব দেওয়া যায় এ শিক্ষাটাও ইমামরা পাচ্ছেন। এখানে নয়টি বিষয়ে ইমামদের শিক্ষা দেওয়া হচ্ছে। ইমামরা কীভাবে কাজ করতে পারবেন সেটা শিখতে পারছেন। ফলে তারা নিজ এলাকায় ফিরে গিয়ে সেভাবে কাজ করতে পারছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক ডা. আসেম আলী। পরিচালনা করেন তত্ত্বাবধায়ক আব্দুল মতিন। এ সময় আরও উপস্থিত ছিলেন- ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় কার্যালয়ের সাবেক পরিচালক সৈয়দ আমিনউদ্দিন মাহমুদ, ধর্মীয় প্রশিক্ষক মোহাম্মদ আবদুল্লাহ।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২১
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।